হতে কখনও চাইনি আমি,
বড় একটা কবি।
ইতিহাসে তুলতেও চাইনি
আমার একটা ছবি।
ফুলের মধ্যে দেখি আমি
জগত কত ভালো,
কাজের সময় ঘুরে দেখি
সবার হাত কালো।
আসল কথা বলতে গেলে
বন্ধু হয় শত্রু।
এতো সব ভেবে ভেবে
চোখে ঝরে মোর অশ্রু।
বলতে আমি চাইনি কখনও
মোর কবিতাতেই আছে শ্রেষ্ঠ ভাব,
মোর কবিতাগুলোকে কবিতা বল না
এসব মোর মনপাগলের প্রলাপ।