সংকট, সংকট, চারিদিকে সংকট!
বাংলাদেশে আজ শুধু ছেয়ে গেছে সংকট।
কৃষকের সংকট বিদ্যুৎ, সার ----
যখন তখন ধর্মঘটে
ব্যবসায়ীদের সংকট প্রয়োজনীয় কাস্টমার।
ছাত্রদের সংকট থাকার জন্য বাড়ি
গ্র্যাজুয়েটদের সংকট ভালো একটা চাকুরি।
নদীমাতৃক বাংলাদেশে সংকট মাছের,
কোনো জায়গায় যাওয়ার সময়
সিট পাওয়া সংকট যে কোনো বাসের।
বিরাট আকারে সংকট প্রয়োজনীয় জ্বালানি,
রাজনীতিতে সংকট নেতা-নেত্রীর সত্য বাণী।
মনের মধ্যে টাকার সংকট, টাকা আছে যার,
স্বাধীন এই বাংলাদেশে সংকট স্বাধীনতার।