বিদায় বেলার ডাক শুনিতে কি পাও?
রহিবে কে কোথায়, কে জানে কোথাও।
প্রতিক্ষণ খুঁজে ফিরি, পাই শূন্যতা শেষে,
কেন  এসেছিলেম অসমাপ্ত গল্পের বেশে?

ধরিত্রী, যদি তোর রুদ্রমূর্তি দেখাবিই দিন শেষে,
কেন মিশে গেলি আমার এই নিত্য অভ্যেসে?
রহে কত জনের কত মোহ কথা, কতো হিসেব নিকেশ
তবে কেন অবেলায় হয় সব গল্পের শেষ?

অনন্ত যাত্রায় কে দেখে চাহি তার অন্তরীক্ষে,
কতো ক্রন্দন-রক্তিম ধারা বয়ে যায় তার বক্ষে।
নিকষ কালো ঝড় বয়ে যায়, বৃষ্টি-ভেজা রাতে,
আঁচল দিয়ে দুঃখ ঢাকিয়া ললাট চেপে হাতে।

ফিরিতে চাহিয়া যদি সে পারিতো, তবে কি হতো না বেশ?
তাতে কি থাকবে জীবনের মানে? শুরুতেই সব শেষ।।