জগৎ বলে নারীর নিজস্বতা থাকতে নাই কিছু
অথচ তাদের সম্মানটাও নাকি চলে নারীর পিছু পিছু
তুই নারী তোর বাইরে কি কাজ? ঘরেতেই থাক আজ
পরিবারের সব সম্মান তোর হাতেরে মা-
হারানোর ভয় পাচ্ছি
আসলে আমরা ধীরে ধীরে মানুষ হতেই ভুলে যাচ্ছি।

নারী শক্তি বড় শক্তি, যদি মেলে তার মুক্তি
কিন্তু জগৎ বানাবে তোর বিরুদ্ধে হাজারখানেক যুক্তি
"এই মেয়ে তোর বোরকা কোথায়? হিজাব বাধনি আজ
পর্দানশীন নারী মানেই তো সংসারের তাজ।
ঘর সামলাও, সংসার করো, শিক্ষা হয়েছে ঢের
বাইরে যাচ্ছো যাও-
রক্তচক্ষু খাবে গিলে তখন পাবে টের।"
মেয়ে দেখি তোর উচ্ছন্নে যাচ্ছে -
সেই গন্ধই পাচ্ছি
আসলে আমরা ধীরে ধীরে মানুষ হতেই ভুলে যাচ্ছি।

বাইরে গিয়ে তুমি হেনস্তা হয়েছো, গিয়েছো কেন নারী?
ঘরে বসে পর্দা করে আমরা কি দেইনি জগৎ সংসার পারি?
এই যুগের ছেলে-পুলে একটু তো এমন করবেই
ওদেরকে আর কি বলবো, এর থেকে তুমি সাবধানে চলো-
এটাই আমরা চাচ্ছি
আসলে আমরা ধীরে ধীরে মানুষ হতেই ভুলে যাচ্ছি।

বাঙালী ভাই আজব জাতি, ধর্মবোধ তাদের কড়া
জ্ঞানদানে তারা সিদ্ধহস্ত করে ধরাকে সরা
কথায় কথায় ধর্ম টানো নারীর ব্যাপারে বেশ
ধর্ম কি তার একার নাকি, তোদের চোখে নাই লাজ লেশ?
তুই নারী তোর এতো কিসের কথা, চুপথাক আপাতত -
সেটাই আমরা চাচ্ছি
আসলে আমরা ধীরে ধীরে মানুষ হতেই ভুলে যাচ্ছি।