তোমাকে একটি কবিতা উপহার দিব বলে রাত্রি জাগি,

একটি কবিতা লেখার জন্য এখনও নির্ঘূম আমি।

কবিতার গায়ে তোমাকে মিশাব বলে শব্দ খুজি,

কবিতার অন্তমিলে বসাব বলে তোমাকে খুজি।

সুদূরের প্রিয়া, রাত্রির নির্জনতায় তোমাকে অনুভব করতে

নির্জনে একা জেগে আছি ঝিঝিদের সাথে।

ছন্দ লয়ে দোলাতে তোমায় শৈলী খুজি,

কবিতায় তোমাকে ছুইবো বলে নির্জনে আজি...

আঁধারের ললাটে দিয়ে যাই জোনাকীর টিপ,

অশান্ত রাতের কবিতাখানি পড়িও তবে জ্বালিয়ে অনুরাগের দীপ