তোর চোখে কাজল হয়ে থাকতে চাই, অশ্রুধারা হয়ে নয়।
তোর জীবন-বাগিচায় গোলাপ হয়ে ফুটতে চাই, কাঁটা হয়ে নয়।
তোর মনের আকাশ, রামধনু হয়ে রাঙাতে চাই, ক্ষণিকের অশনি হয়ে নয়।
তোর হৃদয়-হিমাদ্রির বুকে,আজীবন মেঘ হয়ে ভাসতে চাই, কুহেলিকা হয়ে নয়।
তোর প্রেমের আঁচলে শান্ত অনিল হয়ে থাকতে চাই, প্রলয়ংকর কালবৈশাখী হয়ে নয়।
তোর ভালোবাসার ক্রোড়ে খুঁজে পাই শান্তিকুঞ্জের ঠিকানা।
তোর ভালোবাসার রোদ্দুরে স্নান সেরে আমি নিত্য পাই নতুন জীবন।
প্রেম ঝলমল হৃদয়াকাশ-
তবুও-
তবুও কেন বৃষ্টি আসে.....?
মনের চেরাপুঞ্জিতে আলটপকা বৃষ্টি এসে পড়ে হুড়মুড়িয়ে।
ঝুপঝাপ ,টুপটাপ, টুপটাপ।
প্রেমের প্রদীপ জ্বেলে কোনো এক উদ্ভ্রান্ত মেঘবালিকা কড়া নাড়ে হৃদয়ের দুয়ারে বারংবার- 'ভালোবাসি ভালোবাসি'; তোমার সঙ্গে বাঁধতে চাই জীবনের খেলাঘর।'
আমি বলি," ক্ষমা করো হে মেঘবালিকা ....ভালোবাসার রাখিতে মন মঙ্গলসূত্রে বাঁধা। আমি শুধু তার চিরদিনের.... 'তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর...' "।
-কি ভাবছিস! চলে যাব ছেড়ে?
ধুর ধুর পাগলি! খারাপ ভাবলি!...তোকে ছেড়ে কোথায় যাবো বল!
আমি তো শুধু তোর; তোর-ই আছি-তোর-ই থাকব;
হৃদয়ের হর কি পৌরি ঘাটে নিত্য করি তোর প্রেমের আরতি।
ভালোবাসার গঙ্গায় ভাসাই প্রেমের দীপাঞ্জলি শুধু তোর নামেই।
তোকেই যে ভালোবেসেছি 'শত রূপে শত বার'
জনমে জনমে, যুগে যুগে অনিবার।'