ও মা শ্রী নারায়ণী-
ভক্তি কমলে পুজিব তোমায়, সাজাবো মনের মতন।
জানিনা-বুঝিনা মাগো মন্ত্র-জপন,
কি দিয়ে তোমায় করবো বরণ!
অশ্রু-আলপনায় সাজাই শুধু, পদ্মার সিংহাসন,
ভক্তি কমলে পুজিব তোমায়, সাজাবো মনের মতন।
জগতের মণি লক্ষ্মী তুমি বরদা, ধনদা-
রমা তুমি মাগো চপলা,কমলা ;
লোভ নেই মাগো বিত্ত ধনে,
ঠাঁই দিও শুধু হৃদয় আসনে;
তোমার চরণে পাইযে খুঁজে, জীবনের মানিক রতন,
ভক্তি কমলে পুজিব তোমায়, সাজাবো মনের মতন।
(মাগো)ষড়রিপুতে যদি উপচে পড়ে মনের ঝাঁপি,
ঠেলো না দূরে মোরে, ভেবে পাপীতাপী;
কৃপা করো মা কমলালয়া,
অবোধ সন্তানরে হে হরিপ্রিয়া-
স্নেহের চাদরে , বেঁধে মায়াডোরে,
ভোলাও বেদন, শান্তি,সুখের আকরে-
জীবন অমায় কোজাগরী হয়ে, জাগাও প্রেম (মহা)চেতন,
ভক্তি কমলে পুজিব তোমায়, সাজাবো মনের মতন।