টুকরো টুকরো মন;
গুচ্ছ গুচ্ছ স্মৃতির কোলাজ।
অনিশ্চিত জীবন জুড়ে ভাঙা ভাঙা স্বপ্নের অট্টহাস্য।
হৃদয়ের চিত্রশালায় তোর স্মৃতির ধূসর ক্যানভাস।
ক্রমে ভাঙছে বপু,
প্রাণ-দীপ 'কভু কভু' নিবু-নিবু।
বিরহানলের হানায় শ্বাসরোধ হয়ে আসে প্রতিক্ষণে।
আমি হাঁফিয়ে উঠি...
ফিরে পেতে চাই জান, ভালোবাসার অম্লজান।
বাঁচতে চাই, বাঁচতে চাই, সুখী হতে চাই।
একটু ভালোবাসবি আমায়?
তোর প্রেমের আঁচলে একটু ঠাঁই দিতে পারিস?
তোর ওই খোঁপার রজনীগন্ধায় আমি পাই রূপ-রস-গন্ধহীন জীবনের সুগন্ধ।
তোর রাঙা অধরে রাঙা হয়ে যায় লজ্জমান মন।
তোর চোখের কাজল-কালি দিয়ে লিখতে ইচ্ছে করে একটা আস্ত ভালোবাসার উপন্যাস।
তোর ললাটের লাল টিপে আমি খুঁজে পাই রঙিন সুখের সুবর্ণ-গোলক।
তুই আজ নেই...
বিশ্বাসের ময়ূরমহলে এক বুক হাহাকার, আন্তঃসম্পর্কের শূন্য স্থান।
জীবনের অমাবস্যা-
গুমরে কাঁদে নিশুতি ঘন-রাতের নিঃসঙ্গ সুধাকর।
প্রচ্ছদ মায়ার স্বর্ণমৃগের পিছনে ধাওয়া করে করে আমি এক পরিশ্রান্ত পরিযায়ী।
বেদনার কণ্টক-পালঙ্কে আমার অতন্দ্র নিশিযাপন।
তুই কোথায় গেলি?
একটু আসবি কাছে?
ওই শ্বেত-পাথরের গেলাস ধরে অনেকটা প্রেম-সুধা দিবি ভরে?
আমি ফেলে দিতে চাই ঐ পেয়ালার বিষ।
ঝেড়ে ফেলতে চাই ওই মহাবেদনার কণ্টকশয্যা।
হাঁফিয়ে উঠেছি, জানিস!
একটু ভালোবাসবি আমায়?
ভালোবাসার নতুন রাখি পরিয়ে আমাকে চিরমায়ায় বাঁধতে পারিস শুভ-বন্ধনে?
আমি সুস্থ হতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই বিশুদ্ধ ভালোবাসায়;
আমি সুখী হতে চাই-
শুধু তোর ভালোবাসার মধুর পরশ মেখে।
আমি তুইতেই সুখী হতে চাই, শুধু তুইতেই।