শোনো শোনো বলি ভায়া, বাজার হাজার রকম,
কত রঙ্গ দেখি দুনিয়ায়, টাটকা গরম গরম।
বড়বাজার বড় বটে, ঘিঞ্জি জমজমাট,
সস্তায় নাকি মেলে কাপড়, সাজানো পাট পাট।
শ্যামবাজারে, রাধাবাজারে, কোথা শ্যাম রাধা?
বাগবাজার বাগ কোথায়, আছে ঘাট বাঁধা।
রাজাবাজার রাজার হাটে, রাজারে দেখতে নারি,
লালবাজারে লাল বাড়ি, পুলিশি নজরদারি।
শোভাবাজারে শোভা দেখি, বনেদি রাজবাড়ি,
রানির ভবন ঘুরতে দিলাম, জানবাজারে পাড়ি।
সখ করে সখের বাজার, পুজোয় ঘুরতে যাই,
বৌবাজারে ঘুরে মরি, বউ যদি পাই।
সবজি বাজারে যাবো কি ভাই, দর চড়া আগুন,
ছ্যাঁকা লাগে কিনতে গেলে, আলু কিংবা বেগুন।
খাবো কি ভাই মটন-চিকেন, মনের মতো মাছ,
দাম শুনলেই ভিরমি খাই, চক্ষু চড়ক গাছ।
গলদা-বাগদা চিংড়ি নাকি, কিলো আটশো টাকা,
আগে শুনতাম মাছ নয়তো, এসব জলের পোকা।
অ্যাপেই করি দোকান বাজার, মেলে তাড়াতাড়ি,
ফোন, টিভি কিংবা জুতো, হোম ডেলিভারি।
শপিংমলে ঢুকলে পড়ে, পকেট গড়ের মাঠ,
খেতে যাই এ.সির হাওয়া, রাখতে 'স্ট্যাটাস' ঠাট।
মধ্যবিত্তের নাভিশ্বাস, গরিবের মাথায় হাত,
ফুটপাতে নিরন্ন জিশু, আজও জোটে না ভাত।
বাজার যদি সস্তা হতো, ওরাও কিনতো বেশ,
ডিজিটাল যুগেও পিছিয়ে, হায়রে আমার দেশ।
রাজনীতি 'টু' অর্থনীতি, উড়ো প্রেমের খবর,
নেট দুনিয়ারও বাজার গরম, হাজার 'কমেন্ট' জবর।
(এই রে!) ফর্দ ধরিয়ে ফরমান জারি, মায়ের ফিরিস্তি হাজার,
চলি ভায়া আজকের মতো, ছুটতে হবে বাজার।