শাহবাগের বাতাসে আন্দোলনের শব্দ নেই আজ,
তবু বুকের ভেতর শ্লোগান বাজে—
"আমার হৃদয় দখল করো,
এই শহর তো আমার নয়!"

টিএসসির মোড়ে, রং চায়ের কাপে,
শহীদ মিনারের পথে হেঁটে যাই,
সোহরাওয়ার্দীর গাছেরা চেয়ে থাকে,
আজ যে ভালোবাসা দিবস,
তাতে আমার কী আসে যায়?
ফুল কেনার দরকার পড়ে না,
যখন কেউ অপেক্ষায় নেই।

শাহবাগের ফুলের দোকানে আজ ভিড়,
লাল গোলাপে হাত বাড়িয়ে দেয় ভালোবাসারা,
আমি শুধু দেখি—
একটা ফুলও আমার জন্য নয়।

বই মেলার ভিড়ে আজ প্রেম নেই,
শুধু কবিতার পাতায় অগোছালো কিছু শব্দ,
আমি কার্জন হলে যাবো,
অথবা সেন্ট্রাল লাইব্রেরির সিঁড়িতে বসবো একা।

নয়তো নীলক্ষেতে।
নীলক্ষেতের বইয়ের স্তূপে প্রেম মেলে না,
আমার দরকার উষ্ণ দুটি হাত,
একটা গভীর দৃষ্টি,
যে আমাকে শহরের সবচেয়ে সুন্দর গল্পটা শুনাবে।

মেট্রোরেলে ভালোবাসা ছুটে যায়,
আমি আজও অপেক্ষায়,
একলা সন্ধ্যার কুয়াশায়,
এক কাপ চায়ের ধোঁয়ায় ভেসে যাই.....