ভালবাসলে ঠিকই মরে যেত একদিন
মায়ার এই সংসারকে বলে দিত বাই।
এখন খুব চিন্তা হয় কী হবে?  কী বলে
কাগজ দেখি? টিভি  খোলোত! হ্যাঁ হ্যাঁ এটা চাই......    
হত্যা দেখি টি আর পিতে  তুঙ্গভদ্রা,      
ঝালমুড়ির মতন দেখি খুন-করাগুলো,
টাইম-পাস,জনচেতনা,বাইট বিলাস-
সব তো হল! সব তো হবে ! ওরা কি বলল?
  
“বস, মেরেছি। খুন হয়েছে একগুঁয়েটার,
রাতটা গেলে সব মিলিয়ে খান পঁচিশেক.
কিন্তু গুরু কি কিচাইন রক্ত কোথায়?
যতই মারি, চাক্কু, ছুরি, আগুন বেরোয়
নলি কাটলে মাথা কাটলে আগুন বেরোয়
দেশটারে না জাগায়ে দ্যায় অ্যাত্ত আলো...”

ভালবাসলে ঠিকই মরে যেত একদিন
মায়ার এই সংসারকে বলে দিত বাই।
হত্যা করা হয়েছে তাই আলোর উৎস
মরে যাবার আর কোনই পথ খোলা নাই।