হৃদয়ে দুই ফোটা বন্ধুতা দিয়ে দাও দেখি আজগে
সকাল বিকাল ছোট
শান্তি দিকে বলব
সাথে থাকবে সে।
আচারের মত
হিংসা মেখে ভাত খেয়োনা রোজ রোজ, এটাতে জাগে
কোলেশটোরেল,
জীবন বিকেল
হয়ে যায় বড়।
তোমাদের মত
আমিও পড়ে আছি আহত হয়ে এ সময় নিদাঘে
পার যদি কিছু
গরম মিত্রতা
আমাকেও দিও
পান করে নেব।