আমাকে জোর করে লাভ কি হবে কিছু? শরীরে হিংসুটে হরিণী ব্যস্ততা,-
আমি যে নাস্তিক বুঝেছি এতদিনে, সময়ে সবকিছু মানুষ বুঝে যায়।
ছাদেতে খেলাবাটী খেলেছি যতদিন কিংবা ভোরবেলা লুকিয়ে ফুল চুরি,-
নাজুক সেই বেলা বোঝেনি একটুও কিভাবে গড়ে ওঠে হৃদয়ে প্রতিঘাত।
সভ্য মানুষের ভেতরে থেকে থেকে আমিও শিখে গেছি অনেক খেলাধুলো,-
শিখেছি টোপ দিলে আমাকে ধরা যায়, আমাকে সুত বেঁধে খেলনা করা যায়।
তাইত ইদানীং হয়েছি সাবধানী, মনেতে বিপ্লব বাইরে অনুগামী।
পাথুরে তরবারি অনেক ঘষে ঘষে অনেক পাহাড়েতে এঁকেছি বসে বসে,-
এইটা বুঝলাম, আমার মাটিদেশ,- লাঙল কর্ষণে ফসল ফলাবেই,-
অচেনা হরপ্পা দিচ্ছে উঁকিঝুঁকি, আগুনে ডোবানো সে বিনীত নির্মাণ।