আঙুলে আলতো ছুঁলে তোমায়
কেন জাগে শিহরণ?
শরীর কি জানে মনের ইতিহাস?
তোমার এঁটো কাপে
ঠোঁট ছোঁয়ালে কেন
শরীর জুড়ে সাইরেন?
মাথার উপরের নীল ছাদে
চাঁদের ঝাড়বাতি ঝুলে আছে
রাতের পর রাত পেরোলো ঘুমহীন,
ভাবনারা জট পাকালো
মন মাকড়সার জালে।
ধুলোময় পথ মাড়িয়ে তোমার
পা দুটো হোক না মলিন
আলোর আবীরে ছুঁয়ে দেব সিঁথি।
ভাবনার বুক চিরে
চলুক না সুখের তরী
আজ, কাল, আরও কিছুকাল।