অপেক্ষা ছিল,
ছিল এক দূরবর্তী শপথ
ফেরা হয়নি সেই পথে
রাখা হয়নি সেই শপথ।
এই পথে হেঁটেছে যে জন
সেই জানে এতো সহজ নয়
এই সহজিয়া কথন,
বুক জুড়ে মেলা বাঁধে
পিঁপড়ের বাসা।
যেন ফিরে আসা হাতছানি
স্বপনের সুর,
অব্যক্ত অনুভুতি
নিয়ে গেছে দূর।
প্রতিদিন জল বয়
সূর্য নামে পাটে,
কিছু আবেগ অযথাই করে উড়াউড়ি
পাখিরাও তো বাসা বাঁধে।