তোমার কাছে আর কিছু চাইবার নেই
হয়ত আমার কাছে নেই তোমারও,
ধুলো পড়া চিঠির বান্ডিল
ছেঁড়া মেঘ স্মৃতি
আর দু’ফোঁটা অশ্রুজল,
তবু দেখায় ফেলে আসা ছায়াপথ।
অতীত আমাদের ছিল
বর্তমান অন্য কারো
ভবিষ্যতের বুকে নাইবা করি
অতীত খুঁড়ে রক্তপাত।
কখনই আর দেখা না হোক,
তবু আমার চোখে তুমি থাক
অলীক আলোর ছোঁয়া,
আর তোমার চোখে আমি থাকি
অশ্রু কাজল ধোয়া।