আমি নিঃস্ব হতে চেয়েছিলাম
কিন্তু আমার চেয়েও নিঃস্ব কেন তুমি?
আমার করতলে তবু
এক আঁজলা তৃষ্ণার জল,
তোমার করতলে যে থকথকে
শিশুর রক্ত, মানব মগজ।
আমি উদাসী হতে চেয়েছিলাম
আমার চেয়েও বেশি উদাসী তুমি
মুমূর্ষু মানুষের আর্তনাদ
সন্তান হারাবার কষ্ট
কিছুই স্পর্শ করে না তোমায়,
তোমায় দেখে লজ্জা পায়
পাষাণ হৃদয় সীমার।
আমি শেষে একটু মানুষ হতে চেয়েছিলাম
কেতাদুরস্ত পোশাকের আড়ালে
তোমার কুৎসিত রূপ
আমি দেখেছি আজ, দেখেছি তোমার ধোঁকা
আমি তাই আর কিছু হতে চাই না,
কিছু হওয়ার ভার বইবার
শক্তি আমার নেই।