স্নানের আগে তোমাকে দেখেছি
শুকনো মুখ, রুক্ষ চুল
তবু তুমি বলেই তোমাকে ভাল লাগে
একটুখানি রুদ্র মূর্তিতেও।
স্নানের পরে তুমি এক অন্য মানবী
আদ্র, কোমল, মোহনীয়
সব রুক্ষতা, শুষ্কতা মুছে গিয়ে
তুমি এক শ্রাবণের ভরা নদী।
আগে পরে দেখেছি বিস্তর
সাধ হয় স্নানের সময়ও দেখি
কি জাদুবলে বদলে যায় সর্বস্ব?
তার সাক্ষী হতে চায় পিয়াসী পুরুষ ।