জানি সময় অনেক বদলে গেছে
ভালোবাসায় আড়ি,
তবু ইচ্ছে করে বৃষ্টি ভিজি
আমি-পাঞ্জাবি, তুমি- শাড়ি।
মেঘ গলে গলে বৃষ্টি পড়ে
মেঘের অভিমান,
কতদিন হল শোনাওনি যে
রবিবাবুর গান।
মাঝে মাঝে তোমায় দেখি
বৃষ্টিতে ছাতা হাতে,
বৃষ্টি পড়ে মনের ভেতর
ঝুম বরষার রাতে।
এভাবেই কি কাটবে জীবন
নদীর দুই পাড়ে?
একপাশে তার ভাঙন শুধুই
আরেকপাশে গড়ে।