সকালে বা বিকেলের রোদে
দেখা হয়ে গেলে
এক বা দু'লাইন কবিতায়
ছুঁয়ে দেব নরম আঙুল।
দুপুরের খরতাপে অস্থির
পিয়াসী হলে তোমার চাতকী বুক
গাছের শীতল ছায়া হয়ে মুছে দেব
কপাল আর চিবুকের ঘাম।
লাখো মানুষের ভিড়েও হারাবেনা
তোমার ঠোঁটের কোনের তিল
চুলের সুবাস, আর
আকুতি ভরা চোখের দীপ্তি।