জানি আমার বৈশাখের নাগরদোলায়
চড়বি না তুই, উড়বে না তোর
রঙ- বেরঙ এর শাড়ি।
জানি আকাশ জুড়েই উড়বি রে তুই
আসবি নারে
আমার মনের বাড়ি।
মেঘের ভেলায় ভেসে ভেসে গাঁথবি ফুলের মালা
কিন্তু দিয়ে রাখবি রে তুই
পূজোর ঘরে তালা।
কাঁচা লঙ্কা, ইলিশ ভাজা, পান্তা ভাতের থালা
যতই থাকুক সামনে আমার
জুড়ায় নারে জ্বালা।
বৈশাখের ঐ আলপনা কেন রে তুই আঁকিস
রিক্ত হাতে আমায় রেখে
কেমনে ভাল থাকিস?
(এই কবিতা একজনকে উদ্দেশ্য করে লেখা, কিন্তু সে কোনদিন জানবে না)