একদিন বিধ্বস্ত বাউন্ডুল হয়ে—
পথ ভুল কি সঠিক? পৌঁছেছি এক আজব দেশে
দেখি রাজনীতির অস্থিরতা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি
তবুও খাদ্যে ভেজাল, দিন-দুপুরে ব্যাংক ডাকাতি—
ওম শান্তি ওম- বললে কি বিস্ময়, ধর্ম পঁচে গেছে!
সালাম দিলে যায় খাপ খেয়ে—
এই দুইয়ের ফারাক হচ্ছে কি?
ভাবার্থ তো সমান, এ তো প্রেমিকার চুম্বনের স্বাদ—
আর এক ধর্ষক পাতিনেতা 'আব্বারে ভালোবাসি'
স্লোগান ধরে হয় দেশপ্রেমিক, চলো উন্নয়নে ভাসি;
ফিলোসফিক্যাল বিতর্ক শেষে ভালোবাসায় খাদ—
দেশকে দেউলিয়া দেখা বাকি!
বেহেশতের বর্ডারে পাখি ঝুলে—
আরে ধুর, সে তো ফেলানী ছিল— সার্বভৌমত্ব কই—
আমার আফসোস তেমন করে বাড়ে, তবু কাঁদেনি
মেয়েটি বাবার লাশের খাটিয়া কাঁধে নিতে পারেনি!
পুলিশ পকেটে ইয়াবা ভরে দেয়, জিগায় পেলি কই—
ভুল ছিল যত চেতনার মূলে—
ঐ একা অসহায় হয়ে গেছি
ব্যস্তবাগীশ পরিবারের বয়স্ক দাদু যেভাবে নিঃশ্চুপ;
উপযুক্তীয় ঘুম সব উড়ে যায়, জবা মৃদুমন্দ দোলে—
ধানখড় দগ্ধ হচ্ছে তার না পাওয়া প্রতিদান ফেলে!
প্রতি ওক্তে বাঁশঝাড় থেকে ডাহুকী ডেকে উঠে চুপ
মানুষের বাজারে দুঃখ বেচি—