আমি আজ কবিদের দলে
আমি আজ সাহিত্যিকদের দলে
আমি কোন কবি নই
আমি কোন সাহিত্যিক নই।
আমি কবিতা লেখতে জানি না
আমি জানি না সাহিত্য কি?
আমার কোন প্লাট ফরম নেই
কিন্তু আমি যাতের দলে
তাদের প্লাট ফরম অরেক মজবুত
যেই প্লাট ফরমে দাড়িয়ে আছে
হাজার বছরের বণী।
আমি চাইনা কবি হতে
আমি চাইনা সাহিত্যিক হতে
আমি চাই কবিদের দলে থাকতে
আমি চাই সাহিত্যিকদের দলে থাকতে।
লেখা ছাড়া কবিদের জীবনে আর লক্ষ্য কি?
কবিদের জীবনে লেখা ছাড়া থাকেনা কোন লক্ষ্য
যে লেখা থেকে লাখো লাখো লক্ষ্য হীন জীবন
খুজে পায় লক্ষ্য।
আমি আজ তাদে দলে
আমার জীবনের কোন লক্ষ্য নেই
লক্ষ্য হীন জীবনের পথ চলা
যানি এ পথ অশুভনিয় তবুও চলছি।
এ পথ ধরে যেতে হবে আমাকে অনেক দূরে
এ পথে চলতে হলে শুনতে হবে
নিন্দুকের নিন্দা, শুনতে হবে কুৎসা
তবুও চলছি এ পথ ধরে।
আমি আজ যাদের দলে
তারাওতো চলছিল আমার মত
কোন এক গনতাব্য হীন পথে
অবশেষে খুজে পেয়েছে চীর অমলান
অমৃত বাণী।
তাই আমিও চলছি তাদের পিছু
এ পথে চলতে আসুক যত বাধা
করুক যত নিন্দা, শুনব না
আমি চলব আমার মত, প্রবাহিত নদীর মত।
আমি চলছি সেই পথে
যে পথের শুরু আছে শেষ নেই ।