কারো বিশ্বাস নষ্ট করিও না
বিশ্বস কাচের মত ফেটেগেলে জোড়া লাগন যায়
কিন্তু ফাটলের দাগ মুছা যায় না।
আমি বিশ্বাসীদের দলে
আসি সিদ্দিকিনদের দলে
তুবও যে আমাকে নিজের চেয়েও অনেক বেশী বিশ্বাস করত
তার কাছে আজ আমি বিশ্বস ঘাতক,আমি মির্জাফর।
না না আমি বিশ্বাস ঘাতক নই
আমি মির্জাফর নই।
আমি আস সাদিক
আমি মিথ্যাবাদি নই।
যে করেছে আমাকে বিশ্বাস আমি
আমি করিনি তার বিশ্বাসের অমর্যাদা।
ভয় নেই মোর ভয় নেই
সত্য পরিস্ফটিত হবে, ঘাতকের মুকোস উম্মেচিত হবে
সত্যের বিজয় হবে একদিন
নিজের ভুল বুঝতে পারবে যেই দিন
সেই সেই দিন”
সেই দিন খুসিতে মোর হৃদয় ভরে উঠবে
আনন্দে উল্লাসিত হয়ে সুখ গুলে সকলের মাঝে বলিয়ে দিব।
আজ না হয় মুখবুঝে সুখেরছলে হেসে হেসে মনের কষ্ট লুকাই
কষ্ট করো চিরদিনের সঙ্গী হয় না
সুখ কারো খাচায় চিরদিন বন্ধী রয়না।