মনে পড়ে?
একপাশে সিঙ্গারা আরেক পাশে তুমি
চোখ বড় করে বলেছিলে কে সবচেয়ে দামি
গ্যাস্টিক বুকে চেপে বলে দিলাম দুটোই দামি!

রাগ করে বলে গেলে থাকো সিঙ্গারা নিয়ে তুমি
সেদিন খুব ভয় পেয়েছিলাম কি ভয়ানক তোমার চাহিনী!
কে জানতো এই সিঙ্গারা হবে আমাদের মাঝে আসামী!
বেকারত্ব জীবনে এর চেয়ে দামী খাবার আর কি আছে শুনি?

তারপর সবকিছুই বদলে গেলো,
আমার আটপৌরে প্রেম হয়ে গেলো বেনামি।
সরকারি গোলামের কাছে হেরে গেলো সিঙ্গারা এবং তুমি!

শুনেছি,
কামনার আগুনে পুড়ছে তোমার বুক
অপরিচিত কাঁধে মাথা রেখে
ব্রেসিয়ারের হুক খুলে দিয়ে
পেয়ে যাচ্ছো চল্লিশ বছরের সুখ
তোমার মানুষ কেবল তোমারই থাকুক।

দিনশেষে তবুও বলবো-
আমারে দেওয়া হোক যত অভিশাপ
যত ব্যাথার ধূলোবালি,
ভালো থেকো ছেড়ে আসা সিঙ্গারা এবং তুমি।