উর্বর দুই পাহাড়,
ভাগ্য তো তাহার!
যে করিয়াছে আহার
চারদিক গোলাপের বাহার
যেন দন্ডে খন্ডে পাগলের কারবার
তাহার ভিতর রচিয়াছে স্বর্গ দুয়ার
আষ্টেপৃষ্ঠে রক্তিম অধর
পাহিয়াছে তার শীতের আদর
যে করিয়াছে এক ক্রোশ সবর
কত পথিক পথ ভুলেছে
শত নাবিক পাল ভেঙেছে
দেখিয়া তাহার নগ্ন খোয়াব-