ইচ্ছে ছিলো আকাশ ছোঁবো-
তারায় তারায় গল্প লিখে দুঃখগুলো ছাপিয়ে দিয়ে, শেষ বিকেলের কাব্য হবো।
ইচ্ছে ছিলো শিশির হবো-
কচি ঘাসের পাতায় রবো রোদের তেজে চিকচিকিয়ে তোমার হাসির কারন হবো।
ইচ্ছে ছিলো সুভাস হবো-
সব বাগানের মুকুল হয়ে গন্ধ ছড়াবো তোমার আকাশে।
ইচ্ছে ছিলো কবি হবো-
তোমাকে নিয়ে অবিনস্বর কবিতা লিখে বিদায় নিবো নস্বর পৃথিবী থেকে....!
উৎসর্গ- প্রিয় কবি হেলাল হাফিজ