আপনার ঠোঁটে লেগে থাকে মধ্যরাতে মাদকাসক্তের ঝুল,
ঘরের কোণে পড়ে থাকা ভাঙা হৃদয় নিয়ে এখনো আমি ঘুরে বেড়ায় ঠোঁটে নিয়ে ফুল!
আপনার মায়ায় আষ্টেপৃষ্ঠে হয়ে হারিয়ে এসেছি
শৈশবের বন্ধু-বান্ধব বিকেলে খেলার মাঠের ইশকুল-
স্কুলের মাধ্যমিক পরিক্ষায় অংকে ফেল করা
চোখের সামনে দিয়ে নববধূ রূপে আপনার চলে যাওয়া,
সবকিছুর কষ্টের যন্ত্রণা রেখে ছেড়ে আসি ছিন্নমূল।
পাটিগণিত বীজগণিত সম্পাদ্য উপপাদ্যের সমীকরণ মিলিয়ে উত্তর আসে আপনিই ছিলেন সঠিক
কেবল আমিই ছিলাম ভুল-
বসন্তের সুভাসে ভাসে কৃষ্ণচূড়া
ফাল্গুনের রঙে নাচে বকুল
কেউ দেখেনি কেউ বুঝেনি
কেন চোখ থেকে গাল বেয়ে ঝরে পড়ে রক্তশিমুল
আপনার দূরত্ব আমায় বুঝিয়ে দিলো,
আপনি আমার না হওয়া এক ফুল!