গোপনের প্রেম সেই কবে গোপনে গিয়েছে মরে,
এখনকার প্রেম বেঁচে থাকে দেহের প্রতিটা ভাজে ভাজে।
চিঠির প্রেম হারিয়ে গেছে সেই কবে ডাক বাক্সে ডুবে,
এখনকার প্রেম হয় নীল সাদার স্ক্রীন জুড়ে।
একটি টেলিফোন কলের অপেক্ষায় কেউ রাত্রি জাগে না বসে,
মিষ্টি কয়েন বাক্সের জায়াগা দখল করে নিয়েছে ডিজিটাল কার্ড ফোনে।
চোখাচোখির প্রেম হারিয়ে গেছে অনেক কাল আগে,
আজকাল প্রেম হয় প্রেমিক প্রেমিকার ঠোঁটের উপর কবিতা লিখে।
অপেক্ষারা আজকাল বসে থাকে না পুকুর কিংবা নদীর পাড়ে,
অপেক্ষাদের আজকাল দেখা যায় দামি রেস্টুরেন্ট বা কফিশপে।
মেলা থেকে কিনে আনা মাটির পুতুলের গিফ্টে এখন প্রেম জমে না,
এখন প্রেম জমাতে গেলে দামি দামি গিফ্ট দেওয়া লাগে।
প্রিয় মানুষ হারিয়ে গেলেও এখন কেউ তার জন্য বসে থাকে না,
কিছুদিন পর নতুন কাউকে পেলে পুরোনো স্মৃতি আর মনে থাকে না।
বিপদ লজ্জা ভয়ের প্রেম নেই কোন শহরে,
আধুনিকতায় ছোঁয়া লেগে প্রেম সস্তা হয়ে গেছে-