ঘৃণা শব্দকে দাফন করে রাত কামড়ে খায় সে চোখের পাতা উল্টিয়ে;
লজ্জাকে লোকমা ধরে!
বিভৎস বক্তব্যে তাকে তিরস্কার করে প্রকৃতি; বেশ্যা শ্লোগানে,
তার চোখ থেকে অশ্রু গড়ায় নোটের অভাবে!
দরখাস্তহীন একটা ছোঁয়ায় খুঁজে পায় সে কয়েক মুষ্টি শাদা ভাত;
দলিলহীন কয়েকটা স্থান রাত এলেই দখল করে বেশ্যার শাড়ি,
তারপর সূর্য ডাকলে বেশ্যার মৃত্যু হয় ঘুমের কফিনে,
একমাত্র ঘুমেই মানুষ পেশা'র হিসেব কষে না;
ঘুম মানুষকে বাঁচিয়ে রাখে,
আর পেশা মানুষকে ঘুমাতে দেয়!
বেশ্যা বাঁচে কটু কথায়; কিংবা খাদি'র
অপেক্ষায় ।