যদি কখনও বিষণ্ণ মনে বারান্দায় বসো;
শুকাতে দেয়া পাঞ্জাবীর বোতামে হাত ছুঁয়ে আমাকে ভেবো,
থেমে যাবে দুঃশ্চিতার যাত্রা,
একাকীত্বের ক্লান্তিতে ভর করবে তুমিনামায় আমার স্পর্শ।
যদি খোলা চুলে আচঁল ফেলে আকাশে মুগ্ধ হও;
শব্দহীন উচ্চারণে পাশে এসে হাত ছুঁয়ে আমার আকাশে তাকিয়ে তৃপ্তির হাসিতে নীরবতা বিদায় জানাবো।
যদি খুব অভিমানে থেমে যায় চোখের কথোপকথন;
হাসির পাতায় যদি দেখা না যায় আমাদের অবয়ব,
তবে; আমাদের গন্তব্যে দূরত্ব ঠাঁই পাবে; রাগের প্রাধান্যতে!
অতএব অভিমানে দূরত্ব একটি বোকা শব্দ;
যার অস্তিত্বের শেকড়ে আমরা ছুঁয়ে রাখি আমাদের কনিষ্ঠা।
যদি কখনও ভেঙে যায় কাঁচের চুড়ি;
আমার প্রিয়তে যার বসবাস!
ভীষণ মন খারাপে দুপুরে নেমে এলো বিকেল;
সন্ধ্যার ঘরে আমার বুকে কান্নার চোখ,
অশ্রু হাসি, দু'হাত ভর্তি কাঁচের চুড়ির প্রতিশ্রুতি।