কালের পর মহাকাল সমাপ্ত
তবুও আমি অনাগত মহাকালের অপেক্ষায়
নতুন একটি চাঁদ কাঠি গুনি
নতুন বছরের পিঠে চড়ে

শান্ত স্মৃতিরাও আজ ক্লান্ত
শান্তির পায়রা গুলো পালক খুলে
নতুন পালক তুলে
হয়তো অগোছালো ছিন্ন পাতা ঝরে  
হাসবে নতুন ভোর নতুন বছরের মত
নতুন একটি জীবনের পথ

যৌবনের ছাপ ছেড়ে যে পাখি
জীবনের জোয়ারে ডুবো ডুবো বাসন্ত তরী
ঘর বাঁধে নতুন একটি দিনের
যদি আরেকটু অগোছালো জীবনটা
আরও একটু গোছানো যায়
আশার তরী'তে ভাসতে ভাসতে
সময়ের আবডালে মায়া র মাপকাঠি
একটা লাঠি দিয়ে উঠে দাঁড়াতে চাই
নতুন ভোরের মতো
নতুন বছরের মত
আশার প্রদীপ জ্বেলে
দূর দিগন্ত ছুঁয়ে
পুষে রাখা ভালোবাসা