প্রেম একসময় ভোরের রোদের মত
উঁকি দেয়, সব ফুটন্ত ফুলে
বসন্তের ডালে ডালে
প্রেমের অনেকগুলো রঙ হলেও
এর একটি পরিচয় রংধনু।
প্রেমের মানে খুঁজতে
সীমাহীন গগনে পৃথিবীর রাস্তা ভুলে যাওয়া সমান।
প্রথম প্রেম প্রতিদিন সকালের মতো
যতই ভুলে যেতে চাইবেন,
নতুন সকাল হয়ে উদিত হবে।
সমুদ্র সমান প্রেম অবুঝের দুয়ারে ঢেউ হয়ে মাথা ঠুকে
তাকে কাছে পাওয়ার ঝোঁক
অবহেলা অপমান ললাট লিখিত হয়ে যায়
কত প্রেম ঘুড়ির সুতা কাটার মত
হারিয়ে যায় অজানায়
শুধু অবহেলায় আর না বুঝার দৃষ্টি হীনতায়
প্রেম কখনো মরে না শুধু মেঘের আড়াল হয়ে থাকে
সুযোগ পেলেই জেগে উঠে ভোরের রবির মত।