ভালো হয়ে চলো মানুষ সত্য কথা বলো
এসব দিনের সময় যে আর এখন মরন হলো।

সত্য বলো শক্ত হয়ে বুকে রাখো সাহস
সহজ সরল নয়তো ভালো দ্যাখো যারা সরস।

বলবে সবাই দিবে সাহস প্রতিবাদী হতে
প্রতিবাদী হলে তুমি ঝগড়াটে তার মতে ।

ভালো হওয়ার দিন ফুরালো সহজ সরল থেকে
শান্তি তোমার কেড়ে নিবে পথের বাঁকে রেখে।

তবুও মানুষ থাকবে ভালো সত্য যারা রাখে
নিজে কেঁদে হাসায় পরে ভালো তাঁরা থাকে।

ধৈর্য তাদের আলো শিখা ফুলের মতো লাগে
তাইতো আজো পুস্প হাসে নতুন প্রভাত জাগে।