মরুর ধূলি পাথর বুকে
পুষ্প হেঁটে যায়
আকাশ ভরা মেঘের ভেলা
লম্বা কেশের দোলায়।

বাগিচা র ফুল নতশিরে
চাঁদের মায়া লুকায়
আমি ভ্রমর ফুলের মায়ায়
বঙ্গ ফিরে চাই।

আমার বুকে স্বর্গ আছে
ভালোবাসার ফুল
পাথর ধূলির পুষ্পে কি আর
বঙ্গ খোশবু তুল?

বঙ্গ আছে নদীর মায়া
কচি ধানের শীষ
মধু ভরা রসের জ্যৈষ্ঠ
প্রিয়ার প্রেম আশিস