কলম তোমার হাতে কি আজ
চুড়ি নাকি জিঞ্জির
তুমি নাকি ভেঙ্গেছিলে
গোলাম নামের পিঞ্জির
প্রেম সরাবে র রঙ্গশালা
আজকে নাকি ব্যস্ত
কেমন করে হলো তোমার
অতি অধম ন্যস্ত।
কোথায় স্বর্গ কোথায় নরক
কে শোনাবে বাণী
অন্ধকূপে র বন্দিশালা
টানছে কবি ঘানি
সত্য বলে কঠিন পথে
হাঁটতে কবি নারাজ
শান্তির খোঁজে কবি লেখক
করছে সস্তা বিরাজ।
তাইতো আজি চাটু কারে
তোমায় ভাবে মন্দ
হিংসা বিদ্বেষ ওঠে জেগে
সময় এখন অন্ধ।