কোরআন কালের কল্যাণ কিতাব কু প্রথা কর্তন করেন
কঠিন কোমল কুসুম কলি কাবীর কাব্য কহেন।
কালো কালির কালাম কাব্য কালো ক্বাবা, কবর,
কর্ম করেন কানন কোরআন কথা কার্য ক্বদর।

কার কোথায় কখন কেমন কি করে কার কুফল
কেউ কখনো কভু কারো ক্রোধ করেন কোমল?
কৌতূহলী ক্রেতা র ক্রন্দন কপট কদাচার কারো কারণ,
কচি কাঁচা কর্মকর্তার কাছে কৃতজ্ঞতা কৃপণ।

কুশাসন কু শিক্ষা ক্রয় করে ক্রেতা কৃষ্ণ, কালো,
কথিত কর্মঠ কপাট কে ক্রমশ ক্রোধ কাঁটালো
কাঁচুমাচু করে কন্যা কলসী কাঁখে কায়া,
কঙ্কন কাঞ্চি কাঞ্চন করা কদম কাছে কূয়া

কাটাকুটি কাটান কত কাননকুসুম কনে
কাতর কণ্ঠে কর্তারে কই কাতান কাপড় কিনে
কাকার কষ্ট কাকী র কান্না কন্যা কাজল কালো,
কৃশ কায়া কিশোরীর কাল কাননকুসুম কুড়ালো।

কোকিল কালো কাকের কালো কেশর কালো কাজল,
ক্বলব কোমল কন্যা কলি কয় না কথা কেবল।
কর্তন করেন কংস কার্য ক্রোধে কঠোর কথা
কেহ কতক কঠিন কালে করুণা করে কাঁথা।

কৃষক কৃষাণ কাজ করেন কঠোর কায়া কাঁপে
কুসুম কিরণ কল্যাণ কালে কর্কশ কৃষি কল্পে  
কত কথা কত কালে কালি কলম কাব্য
কবি কহেন কল্যাণ কথন কার কেমন কর্তব্য।

কালের কাছে কাব্য কথা কল্যাণ কবির কালি,
কোমল কহে কঠিন কানন কুসুম কার্য কলি।
কার কখন কোথায় কিভাবে কি করে কী করেন,
কেউ কখনো কারো কথা কেমন করে কহেন।