কে তুমি ভাবছ বসে কার কথা
জানে কি সে তোমার নীরবতা
গাছের পাতা, বনের ফুল হয়ে
ঝরে যেয়ো না।
না বলা কথারা সব বুক ফাটে
চোখ বলে সে কথা
খোলা আকাশ, খোলা বনে
চলেছ যে মনে
তুমি কেন বলো-না।
যে নদীতে ঝাঁপ দিয়েছ
সেই নদীতে ডুবলে না
যে সাগরে কাটো সাঁতার
সেই জলে যদি পিপাসা মেটে না
কেন তুমি বলো-না
না বলা কথা তুমি ঝরে যেয়ো না।