আবার যদি কখনো আমি জন্ম নেই এই বাংলায়,
তবে মানুষ হয়ে নয়,
আমি হব স্বৈরশাসকের মেট্রো রেল,
না হয় কোন পুলিশ, যেই ঝলমলে হল।

আবার যদি কখনো জন্ম নেয়া বাংলায়,
তবে ছাত্র হয়ে নয়,
আমি হব স্বৈরশাসকের নেতা,
নাম হবে জ্বলন্ত আলো, ক্ষমতার মাথা।

তাহলে এই ছাত্রদের মতো বুক চিতিয়ে
পুলিশের গুলিতে মরতে হবে না,
বেওয়ারিশ লাশ হয়ে দাফন হতে হবে না,
যদি কেউ পোড়ায়, স্বৈরশাসকেরা শোকে মগ্ন হবে,
চোখের কোনে কাঁদবে বৃষ্টির মতো,
টেলিভিশন বারবার খবর দেখাবে, আমার পরিবারে
আঁধার নামবে না,
ডিবি সাদা পোশাকধারী রাতের অন্ধকারে
আমাকে তুলে নিয়ে যাবে না,
পৈশাচিক নির্যাতনের শিকার হতে হবে না।
আমাকে সত্য ও প্রতিবাদী হতে হবে না।

যদি আবার আমি জন্ম নেই এই বাংলায়,
আমি হব চাটুকার,
সুবিধাবাদী, নামধারী শিক্ষিত,
দলকানাদের কানা,
যারা দেখবে না, শোনে ও বলবে না,
সুযোগ পেলে বাঘ হয়ে যাবো,
তাহলে আমার কোন ভয় থাকবে না
জেলে বন্দী হওয়ার,
রাতের পর রাত লুকিয়ে থাকতে হবে না
পরিবার সমাজ থেকে
অন্ততপক্ষে চিন্তা করতে হবে না
আগামীকাল কি খাবো।

আবার যদি কখনো আমি জন্ম নেই এই বাংলায়
তবে কোন মানুষ হয়ে নয়
আমি জন্ম হব স্বৈরশাসকের কমান্ডার হয়ে
তাহলে অন্তত পক্ষে ভবিষ্যৎ নিয়ে
ভাবতে হবে না দিনের পর দিন
লাঞ্ছিত হতে হবে না আদর্শ কোন শিক্ষকদের মত।

আবার যদি জন্ম নেই এই বাংলায় তবে কোন প্রতিবাদী হয়ে নয়
আমি হব অন্ধকার কালো অর্থের পুঁজিবাদী।
তাহলে আমাকে আঘাত করার জন্য
আকাশে উড়বে না হেলিকাপ্টার, ছুড়বে না গুলি
আমার টেক্সের টাকায় আমাকে মারতে আসবে না
আমার জন্মভূমি পাহারাদার হবে না প্রতিপক্ষ।


আর যদি তাই না হতে পারি
তবে মানুষের মতো মানুষ হব
হব বীর বাঙালি
সত্য যেথায় ফুটবে ফুলের হাসি
মানুষ মানুষের জন্য হবে সাম্যের পৃথিবী
থাকবে না জাতে বিজাতি দলে দলে রক্তের খেলা
সবারে করে এক
রাখিব পৃথিবী স্বর্গের মতো
আলো হয়ে জ্বলব সত্য ও ন্যায়ের জন্য
অন্ধকারের পেত আত্মারা হবে পদতল
নষ্টদের সব ভ্রষ্ট করিতে
চলছে চলবে প্রতিবাদ
সাদা দেয়ালের কালি মুছনের জন্য যেন আর
কোন সাহসী যুবকের দাঁড়াতে না হয় বুক চিতিয়ে
বেকারত্বের অভিশাপে যেন কলঙ্কিত না হতে হয়
যুগের বাহকের......