হচ্ছে টা কি চাচ্ছেটা কী
বুঝছি না তো কিচ্ছু,
চৌদিকে আজ হট্টগোলে
বিষে ভরা বিচ্ছু।

বুকে বেজায় বিষে ভরা
মুখোশ পড়া চোরে,
চাইছে দারুণ প্যাচাল লাগুক
ফিরতে বিষাদ পুরে।

ঐ সে ফাগুন বুকে আগুন
জ্বলছে অরুণ শিরে
ভুল বিবাদের পাহাড় ভেঙ্গে
আসবে স্বাধীন নীড়ে।

পুড়বে মানুষ আর কত হায়
রেশারেশির ফেরে,
জেনে রাখুক সত্য অবুঝ
জাগবে রবি তেড়ে।