গাঁয়ে যাবো মায়ের বাড়ি
বর্ষা এলে ঘাটে
শাপলা শালুক ফুটবে হেসে
ভরা জোয়ার মাঠে।

হরেক পাতার ঘোমটা দেওয়া
সবুজ মায়ের আঁচল
কদম কেয়া ছড়ায় হাসি
মেঘের চোখে কাজল।

ডিঙ্গি নায়ে ভাসব সুখে
বৈঠা হাতে মাঝি
হরেক মাছে রঙ্গিন শাড়ি
রাঙ্গা রবির ত্যাজি।