ছুটছে বায়ু ছুটছে আয়ু
ছুটছে মেঘের দল
উড়ছে ধূলি ফুটছে কলি
ছুটছে নদীর জল।
নাড়ীর টানে বাড়ির পানে
ফিরছে মানুষ ঘর,
ঈদের খুশি চাঁদের হাসি
বিলায় আপন পর।
মিলন মেলায় আপন ভেলায়
ভিড়ল তরী আজ,
ঘরে ঘরে খুশির জোয়ার
নতুন মধুর সাজ।
ফিরতে হবে বাড়ি আমার
ঈদের ছুটি চাই,
ঈদ আনন্দে স্বপ্নে ভরা
বাড়ি ফিরে যায়।
ত্যাগে আসে শান্তি ভবে
বলে যায় ধর্ম,
ঘরে ঘরে ফুটুক হাসি
ভালো হোক কর্ম।
হাসুক অলি হাসুক কলি
হাসুক মিলে সব
তবেই হাসেন সৃষ্টির মালিক
তোমার আমার রব