জেনে নিন আপনি কেমন মানুষ
আপনাকে আপনি প্রশ্ন করুন
আপনি কি, সেই?
মানুষের মতো মুখোশের আড়ালে মনুষ্যত্বহীন।
আমরা সবাই মানুষ
চোখ, কান, মুখ, চুল, কথা
চালচলন কোথাও কোন মিলের অভাব নেই
আপনি হাসতে পারেন
কাঁদতে পারেন
আনার আছে সুখ দুখ বুঝার অনুভূতি
কোনটা সত্য, কোনটা অভিনয় বা মিথ্যা
এটা সবাই না বুঝলে ও বুঝে একজন
সে কারো কাছে অবহেলিত, প্রতারিত। করো কাছে খুব প্রিয়।
আপনাকে আপনি বলুন
আপনি কেমন মানুষ?
আপনি কখন হাসেন, কখন কাঁদেন!
আপনি কিসের জন্য বাঁচেন।
কখন আপনি দেখেও দেখেন না, অন্ধের মত।
কখন আপনার ভিতর দুটি দল তৈরি হয়,
আর কে হেরে যায়; আপনার পরিচালনায়।
যদি এইটুকু বুঝে ও না বুঝেন
অথবা একদম বুঝতেই পারেন না
তবে আর যাই হোক
আপনি মনুষ্যত্বের মানুষ না।
রূপ দেখানো মানুষের অন্তরালে
ধ্বংস উল্লাস, নিকৃষ্টের হাত, পা।
যারা মানুষের মতো মুখোশ পড়ে
থাকে মানুষের ঘরে, অকল্যাণের তরে।
মনুষ্যত্বহীন কে?
সহিংসতা, নির্যাতন, হিংসা, বৈষম্যমূলক আচরণ ও মিথ্যা
অজ্ঞ, অন্ধ পক্ষপাত নিষ্ঠুরতায় বলে দিবে
আপনি মানুষ নয় মনষ্যত্বহীন
বর্বর মূর্খ।