স্মৃতির পাতায় জ্বলছে আজ, এক অমর প্রদীপ,
তোমার চলে যাওয়ার ব্যথা, এখনও হৃদয়ে সঞ্চিত।
তুমি বাংলার মাটি, তুমি স্বাধীনতার পিতা,
বঙ্গবন্ধু শেখ মুজিব, তোমার নামেই ইতিহাস গাঁথা।

তোমার স্বপ্নে জাগ্রত হলো, একটি স্বাধীন দেশ,
তোমার বলিষ্ঠ নেতৃত্বে ভাঙল দাসত্বের রেশ।
স্বাধীনতার সেই ডাকে, তুমি হলে জাতির কণ্ঠস্বর,
বাংলার প্রতিটি প্রাণে, তোমার ত্যাগের প্রতিফলন অমর।

কিন্তু এক কালো রাতে, স্তব্ধ হলো পৃথিবী,
নিঃশব্দে নিভে গেলো, তোমার জীবনের দীপালি।
হৃদয়ে রক্তক্ষরণ, চোখে আসে জল,
তোমার অনুপস্থিতি, আমাদের করে বিষণ্ণ ও নিঃস্বল।

তবু তুমি আছো জীবন্ত, প্রতিটি বাঙালির প্রাণে,
তোমার আদর্শ, ত্যাগ, আমাদের পথের কঙ্কণ।
তোমার স্মৃতি বুকে নিয়ে, এগিয়ে যাবো আমরা,
তোমার স্বপ্নের সোনার বাংলা, গড়বো হাতে হাত ধরে সবার সাথে।

বঙ্গবন্ধু, তুমি চির অমর, ইতিহাসের মহাকাব্যে,
তোমার নাম উচ্চারণে, আমাদের হৃদয়ে বাজে সুধা।
তোমার স্মৃতির আলোয়, আমরা খুঁজে পাই পথ,
তোমার দেখানো পথে, গড়বো আমরা স্বাধীনতা ও শান্তির সেতু।
তুমি নয়তো কোন দলের স্বার্থ লুটে খাওয়া মুসাহেবের
শুধু তেলবাজদের জন্য ক্ষণে ক্ষণে আঁধার নেমে আসে
সেই আঁধারে মেঘে ঢেকে যায় থাকে না কেউ পাশে।
************************
কিছু কথা:
তেলবাজি বন্ধকরুন ।জাতীয় বীর নেতাদের নিয়ে যেন আর নাহি কোন রাজনীতি। প্রতিহিংসার দেখানো পথে হাঁটতে গিয়ে, কে কাকে তলে নিতে পারে সেই প্রতিযোগীতায় আজ বাংলা হয় কলংঙ্কিত অধ্যায়ের সৃষ্টি। আব্দুল হামিদ খান ভাসানি , শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমেদ, মেজর জিয়াউর রহমান এই পর্যায়ের আরো যারা মহামানব আছেন তাঁরা আমাদের অহংকার তাদের নিয়ে যেন আর নাহি হয় রাজনীতির হাতিয়ার প্রতিহিংসা। তাহলে এভাবেই আজকের মতো নেমে আসবে বারবার অন্ধকার।