"ধর্ম যার যার, উৎসব সবার,"
আনন্দে জাগে প্রাণ,
রঙের মেলায়, মিলে মিশে যায়,
নাই কোনও বিভাজন।

ধূপের গন্ধে, প্রদীপের আলো,
বাঁধে সেতু ভালোবাসা,
শান্তির বাণী, ছড়িয়ে পড়ে আজ,
নতুন দিনের আশা।

ঈদের খুশি তে দ্যাখো সব
ধর্ম বর্ণ ভুলে,
এক হয়েছে বাঙ্গালী ভাই
কে আঘাত দাও মূলে।

তোমার বাড়ি আমার দাওয়াত
আমার বাড়ি তুমি,
মিলে মিশে উৎসব চলে
মাতৃ সবুুজ ভূমি।

ইসলাম হলো কল্যাণে শির
আগলে রাখে বুকে
নিন্দুক, হিংস্র ছড়ায় ঘৃণা
আগুন ঢালে চোখে।

এক না হলে এমন মতে
চলো আপন পথে,
হিংসা ঘৃণা বিদ্বেষ ভুলে
বাংলা মায়ের স্বার্থে।