মাগো এই কি তোমার আজব হাতিয়ার
চাইতে গেলে অধিকার
দাও বানিয়ে রাজাকার
এই কি তোমার সু-বিচার?

তুমি নাকি বঙ্গবন্ধু র ললনা
তুমি নাকি শেখ মুজিবের কন্যা
তবে কেন জনতার সাথে ছলনা
বল , বলো মাগো, বল না?

এই কেমন দিলে আজব স্বাধীনতা
তুমি মারলে, তুমি করলে বর্বরতা
তুমি আবার করছ বিচার কাঁদছে জনতা
কার কাছে চাইব বিচার দাও বার্তা
উচ্চ আদালতে ও তোমার নিষ্ঠুরতা।

তবে কি আবার জেগে উঠবে শহীদের রক্ত
এই বাংলাকে করিতে স্বৈরাচার মুক্ত
তপ্ত হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে অশ্রুসিক্ত
তোমার প্রতি কেন মানুষ এতো তিক্ত।