আবার আমি ফিরব
আমার শৈশবের ঘাটে
আমের মুকুল কাঁঠালের ঘ্রাণে
রঙিন জাম মুখে
ঘুঘু, চড়ুই বলবে হেসে
এলে নাকি ভাই
এই পড়া তলি গাঁয়ে
দীঘির জলে মাছ হব
হব হাঁসের মতো নাও
কলমি লতার দল থেকে ডাহুকের সুর
বাঁশঝাড়ের নিস্পন্দ দুপুর
আবার আমি ফিরব
ঘুমটা পড়া সবুজ মায়ের কোলে
নদীর ঢেউ ভাঙ্গা তীরে কাশফুল হাতে
আমার প্রেয়সী ও প্রিয়দের সাথে।