সাম্যের বাংলাদেশ গড়ি,
জানিয়ে দেই বিশ্ববাসী,
মানবতার মঞ্চে আমরা
থাকবো সবাই একাকার।
সব ভেদাভেদ ভুলে গিয়ে
মুছে দেই সব রেষারেষি,
প্রেমের পুণ্য পথে হাঁটি
একসাথে আমরা সবাই।
শোষণ-জুলুম ঝেড়ে ফেলে
উদার মনে গড়বো দেশ,
মানবতার আলো জ্বালিয়ে
ধরে রাখবো উন্নতি।
কাজের মাঝে খুঁজে নেবো
নতুন দিনের সূর্যোদয়,
সাম্যের এই বাংলাদেশে
নতুন স্বপ্নের উদয়।
চলো সবাই মিলে গড়ি
একটা সুন্দর আগামীর দেশ,
ভালোবাসার আঁচলে বেঁধে
এক হয়ে থাকবো সুখে।
সুদ, ঘুষ, প্রতিহিংসামূলক কর্মাকান্ড সহ দালাল মুক্ত হোক আগামীর বাংলাদেশ।