তোমার এত জ্ঞান, এত বুদ্ধি, এত আলো!
আমার ভেতরে দাউ দাউ করে জ্বলে হিংসার চুলো
যেন মেঘের ছায়ায় চাপা পড়া শুকতারা
তোমার সামনে আমি এক নির্লজ্জ হারা

নাটকের সংলাপ মুখস্থ করে চিৎকার দিই
ধোঁয়াটে সাধুতার মুখোশে সাজি নিজেকে ছাই
তবু শালা, ভেতরের শূন্যতা মেটাতে পারি না
তোমার প্রজ্ঞার জাদু আমাকে বারবার দগ্ধ করে যায়

চেষ্টা করি কূটচাল, ছুঁড়ি জটিল ফাঁদ
তবু শালা তোমার গুণের সামনে পরাজয় আমার সাথ
তুমি সাধু, আমি যেন এক পাপী মনোহর
তোমার প্রতিভার সামনে আমি এক খুঁতখুঁতে কাঠগড়

তফাতে থাকো, দূরে যাও, দাও একটু পথ
তোমার ছায়ায় আমি বিষে মরি, দম বন্ধ হয়ে ওঠে
তোমার অনিষ্ট কামনায় কাটাই আমার সময়
তবুও তোমার মতো সাধু হতে পারি না আমায়

তোমার থেকে বাঁচতে চাই, তবু কোথাও বাঁধা
তোমার নামের ছায়া যেন আমার জীবন কাঁধা
তুমি দূরে থাকলে হয়তো শান্তি পাব
কিন্তু ভেতরে জানি, ঈর্ষার গভীরতা তখনো পাবে স্বভাব

তোমার গুণের কাছে আমার লড়াই এক মিথ্যা প্রতিচ্ছবি
তবুও ভাবি, হয়তো একদিন আমি হবো গুণী কবি
তোমার প্রজ্ঞা দেখে শেখার চেষ্টা করি
তবুও শালা হেরে যাই, মনের ঈর্ষা থামে না ভরি ভরি