তুমি নেই, তাই আমি আর সে মিলে
কখনো আমরা হতে পারলাম না
আমি এলে, সে মুছে যায়
সে এলে, আমি হারিয়ে যাই

ঘৃণ্য ষড়যন্ত্রের ছায়া তলে
কৃতিত্ব নয়, মানুষ মুছে যায়
তিক্ত শব্দরা দগ্ধ হয়
মুখোশেরা রাজ করে
তবু তুমি থেকে যাও অনুপস্থিত

তুমি এলে, হয়তো থামত এ খেলা
তুমি এলে, আমরা হইতাম একটি রূপকথা
কিন্তু তুমি নেই—
তাই মুছে ফেলার গল্প আজও লেখা হয়।

তুমি আমার...
প্রিয় স্বাধীনতা।